Session
Session হচ্ছে ইনফরমেশন স্টোর করে রাখার একটি উপায়। আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন কি করি? কোন একটি অ্যাপ্লিকেশন চালু করি, কিছুমিছু করে অ্যাপ্লিকেশন বন্ধ করে দেই। মূলত আমরা যে অ্যাপ্লিকেশন চালু করলাম, কিছুমিছু করে বন্ধ করে দিলাম এটাই হচ্ছে একটা সেশন। কম্পিউটার জানে, কে অ্যাপ্লিকেশন চালু করে কিছুমিছু করে বন্ধ করেছিল। কিন্তু ইন্টারনেটে একটি সমস্যা আছে। ওয়েব সার্ভার জানে না আসলে কে অ্যাপ্লিকেশন চালু করে, মডিফাই করে বা বন্ধ করে। ওয়েব সার্ভারের এই সমস্যা দূর করার জন্য সেশন টেকনিক ইউজ করা হয়। যখন কোন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন (যেমনঃ ব্রাউজার)চালু করা হয় তখন থেকেই সেশন স্টার্ট হয়। প্রত্যেকটি সেশন এর একটি ইউনিক আইডি থাকে। এই সেশন আইডি দ্বারা সেশন কে আইডেন্টিফাই করা হয়। আমরা যখন কম্পিউটারে ব্রাউজার ওপেন করে ওয়েব সাইট ব্রাউজ করা শুরু করি তখন থেকে সেশন স্টার্ট হয় এবং সেশনের একটি ইউনিক আইডি জেনারেট হয়। যখন ব্রাউজার বন্ধ করে দেই তখন সেশন ডেস্ট্রয় হয়ে যায়। যদি একই ব্রাউজার দিয়ে ভিন্ন ভিন্ন ওয়েব সাইট ওপেন করি তবে প্রত্যেকটা ওয়েব সাইট এর জন্য ভিন্ন ভিন্ন সেশন স্টার্ট হয়। ব্রাউজার বন্ধ করে দিলে সব সেশন ...