DOCTYPE কেন ইউজ করা হয়?

<!DOCTYPE> ব্রাউজার কে বলে দেয় আমরা HTML এর কোন ভার্শন এর কোড লিখছি। HTML এর বিভিন্ন ভার্শন আছে যেমন HTML 4, HTML 5 ইত্যাদি। <!DOCTYPE> ডিক্লেয়ার করে আমরা ব্রাউজার কে বলি যে, আমাদের HTML কোড হচ্ছে অমুক ভার্শনের। HTML এর কোড ঠিকঠাক মত কাজ করার জন্য <!DOCTYPE> ডিক্লেয়ার করা জরুরী।

<!DOCTYPE> ডিক্লেয়ার করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, আমরা যদি আমাদের HTML কোড (সিনট্যাক্স) কোন সফটয়্যার/টুলস (যেমন মার্কআপ ভ্যালিডেটর) দ্বারা ভ্যালিডেট করতে চাই তাহলে অবশ্যই আমাদের HTML ডকুমেন্টে <!DOCTYPE> ডিক্লেয়ার করতে হবে। অন্যথায় এই সকল সফটওয়্যার/টুলস HTML ডকুমেন্ট ভ্যালিডেট করতে পারবে না।

যদি <!DOCTYPE> ডিক্লেয়ার করা না হয় তবে HTML এর কোড অনেক ব্রাউজার (যেমন ইন্টারনেট এক্সপ্লোরার) এ ঠিকঠাক মত কাজ নাও করতে পারে। ওয়েবসাইট ভেঙ্গে যেতে পারে অথবা আমাদের প্রত্যাশা অনুযায়ী আউটপুট নাও পেতে পারি।

Comments

Popular posts from this blog

The Superstar Of Hell

অ্যাডাম টিজিং

কুরবানীর গুরুত্বপূর্ণ ৭১ টি মাসআলা